প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান দেশব্যাপী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের দরিদ্র ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের এক ইতিবাচক এবং যুগান্তকারী কর্মসূচী। ‘‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প (২য় পর্যায়) দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক স্তরে ছাত্র-ছাত্রীর ভর্তির হার বৃদ্ধি, উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়ার হার রোধকরণ, শিক্ষা চক্রের সমাপ্তির হার বৃদ্ধিকরণ, শিশুশ্রম রোধ ও দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন নিশ্চিকরণ এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করছে।
এ প্রকল্পের আওতায় দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভা ব্যতীত সকল ইউনিয়নের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সমূহের বিশ্ব খাদ্য কর্মসূচী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র মানচিত্র অনুযায়ী ভর্তিকৃত ছাত্র-ছাত্রীর মধ্য হতে অনুমোদিত ও সংশোধিত প্রকল্প দলিলে প্রদত্ত সংস্থান মোতাবেক দরিদ্র ছাত্র-ছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। সাভার উপজেলায় মোট ১০৬টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এ প্রকল্পভূক্ত। এ প্রকল্পের আওতায় একক পরিবার মাসে ১০০/- হারে এবং যৌথ পরিবার মাসে ১২৫/- হারে তিন মাস অন্তর উপবৃত্তি পেয়ে থাকে। সাভার উপজেলার উপবৃত্তি সংক্রান্ত তথ্য নিম্নে প্রদান করা হলো।
শিক্ষা প্রতিষ্ঠান | শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা (পৌরসভা ব্যতীত) | প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা | মোট ভর্তিকৃত ছাত্র-ছাত্রী | মোট নির্বাচিত সুবিধাভোগী ছাত্র-ছাত্রী | নির্বাচিত সুবিধাভোগী পরিবার | ||
একক পরিবার | একাধিক পরিবার | মোট পরিবার | |||||
১। সরকারী প্রাথমিক বিদ্যালয় | ৭৯ | ৭৯ | ৩৪৯৮২ | ১৫৪৩৬ | ১৪৯০৬ | ২৬৯ | ১৫১৭৫ |
২। রেজিষ্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয় | ২৯ | ২৮ | ৮৪৩৯ | ৩৬৮১ | ৩৬৮১ | ১৯ | ৩৬৬২ |
৩। অস্থায়ী রেজিষ্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয় | ১ | - | - | - | - | - | - |
৪। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় | - | - | - | - | - | - | - |
৫। এনজিও কর্তৃক প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় | ৪ | - | - | - | - | - | - |
৬। সরকার কর্তৃক স্বীকৃত স্বতন্ত্র এবং মাদ্রাসা | ১ | - | - | - | - | - | - |
৭। মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় | ৯ | - | - | - | - | - | - |
সর্বমোট= | ১২২ | ১০৭ | ৪৩৪২১ | ১৯১১৭ | ১৮৫৪৯ | ২৮৮ | ১৮৮৩৭ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS